আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সৈয়দ নজরুল ইসলাম

চিটাগাং চেম্বারের নতুন পরিচালক ওয়েল গ্রুপের সৈয়দ নজরুল ইসলাম


অনলাইন ডেস্কঃ দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিতে প্রথমবারের মত পরিচালক হলেন ওয়েল গ্রুপের পরিচালক এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

বুধবার (২২ মে) চেম্বারের সেক্রেটারী প্রকৌশলী মোহাম্মদ ফারুকের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২১ মে) চেম্বারে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকের শূণ্যপদ পূরণের লক্ষ্যে সৈয়দ নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সকলের সম্মতিক্রমে তাকে চেম্বারের পরিচালক হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন এলডিসি উত্তরণে শিল্পায়নের ৪ বিষয়ে গুরুত্ব দিতে বললেন চেম্বার সভাপতি

উল্লেখ্য, চিটাগাং চেম্বারের ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ মেয়াদের বোর্ড অব ডাইরেক্টর্স হতে পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর তার পদ থেকে ইস্তফা দেয়ার প্রেক্ষিতে চেম্বারের বর্তমান বোর্ডে পরিচালকের একটি পদ শূণ্য থাকে। তাই চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী উক্ত শূণ্য পদ পূরণে সৈয়দ নজরুল ইসলামকে চেম্বারের পরিচালক হিসেবে কো-অপ্ট করা হয়।

ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ২০২১-২৩ মেয়াদে বিজিএমইএর ১ম সহ- সভাপতি হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১১-২০১২ এবং ২০১৩-২০১৪ মেয়াদে পরিচালক হিসাবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল চট্টগ্রাম জেলার প্রাক্তন প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য; ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব এবং ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য। এছাড়া বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর