বাঁশখালীতে সুপার সার্ভিস ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জানুয়ারি দুপুর দেড়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শংখ নদীর তৈলারদ্বীপ সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে সিএনজি টেক্সির চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুসের ছোট ভাই মোঃ মহিউদ্দিন (২৫), সেলম্যান দেলোয়ার (৩৫), সাতকানিয়া উপজেলার তুলাতলি এলাকার আব্দুল হানিফ (৫০) এবং পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নাটমুড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার মোঃ হানিফ (৩০)।
আহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার মোঃ হানিফকে পুকুরিয়া চাঁদপুর বাজারস্থ সি বি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আনা হলেও বাকী ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply