অনলাইন ডেস্কঃ পিতৃপরিচয় জালিয়াতি করার অভিযোগ উঠেছে ফারজানা আক্তার (৩৫) নামের এক মায়ের বিরুদ্ধে। কুষ্টিয়ার ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বর্তমান নাম ‘ফারিয়া আক্তার’। তবে শিশুটির পিতৃত্ব দাবি করা এম এইচ রশিদ (৪৫) বলছেন, জন্মের পর তার নাম রাখা হয়েছিলো ‘উম্মে হুমায়রা অলিপা’। শিশুটির টিকার কার্ডেও নামটি উল্লেখ করা ছিলো।
খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া বারখাদা গ্রামের মুনছুর আহমেদ এর মেয়ে ফারজানার সাথে ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর পারিবারিক ভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চট্টগ্রামের চকবাজারের বাসিন্দা রশিদ। তাদের সংসারে ২০১৫ সালের ৭ জুলাই জন্ম নেয় অলিপা। কিন্তু তাদের দাম্পত্য বেশিদিন দীর্ঘায়িত হয়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে রশিদের বাসা থেকে অলিপাকে নিয়ে পালিয়ে যায় ফারজানা। পরে রাকিব সরকার (৪৫) নামের এক ব্যক্তির সাথে অলিপাকে নিয়ে সংসার শুরু করেন ফারজানা। ফারজানার পালিয়ে যাওয়ার ঘটনায় বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৮২৪) লিখে অভিযোগ করেছেন রশিদ। সে অভিযোগে উল্লেখ রয়েছে, ‘পালানোর সময় ফারজানা রশিদের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন।’ এরপর দুই পরিবারের সিদ্ধান্তে তাদের ডিভোর্স কার্য সম্পন্ন হয়েছে। কিন্তু অলিপার পিতৃত্ব দাবি করাতে এখন বিপদে পড়েছেন রশিদ। রশিদের অভিযোগ, ফারজানা তার বর্তমান স্বামীকে নিয়ে অলিপার জন্ম নিবন্ধন সংগ্রহ করে পুরোনো নাম বদলে ফেলেছেন এবং রশিদের বিরুদ্ধে একাধিক মামলা (মামলা নং -কুষ্টিয়া সি আর ৪৮৬/১৮ আপিল ১৩১/২৩, পারিবারিক ৯৭/১৮ আপিল ১৪২/২৩, কুষ্টিয়া মিস ৩৩৬/২৩) দায়ের করে তাকে আইনী জটিলতায় ফাসাচ্ছেন।
স্ত্রী-কন্যা হারিয়ে এবং শিশু সন্তানটির ভবিষ্যত নিয়ে এখন শংকিত রশিদ মানবেতর জীবনযাপন করছেন। তিনি চাটগাঁর সংবাদকে জানান, ‘মেয়ের কাস্টডি দাবি করলে হত্যার হুমকি দিয়েছেন ফারজানা ও তার বর্তমান স্বামী রাকিব গং। মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে এবং দেখা সাক্ষাৎ করার চেষ্টা করে তিনি বহুবার লাঞ্চিত হয়েছেন। এ কারণে সন্তানের পিতৃপরিচয় ফিরে পেতে ন্যায়বিচার কামনা করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেছেন রশিদ।