সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের সুচিয়া রাম কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি শনিবার সম্পন্ন হয়। প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি)র সভাপতি ও স্থায়ী দাতা সুনির্মল চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি ছিলেন এসএমসি সদস্য কিশোর চৌধুরী, অমর কান্তি ভট্টাচার্য, লিখক বড়ুয়া, মহিলা সদস্য মনিকা তালুকদার, প্রাক্তন ছাত্র তৃষিত চৌধুরী এফসিএ, রূপন চক্রবর্ত্তী, বিপ্লব চৌধুরী ও সুভাষ দাশ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগীতা রক্ষিত।
প্রধান অতিথি বলেন- শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, ক্রীড়া ইত্যাদি একই সুত্রে গাঁথা। মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের অবশ্যই কালোপযোগী বিদ্যার্জন করতে হবে। সহপাঠক্রমিক কার্যক্রমে অংশ গ্রহণ করতে হবে। নিজেদের মানবসম্পদ ও জন্মভূমিকে উন্নত জাতি গড়তে সত্যিকারের শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। তাতেই অচিরেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ তথা স্মার্ট জাতিতে পরিণত হবে।