আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসির সিএসই ডিপার্টমেন্টর মতবিনিময় সভা

‘আইআইইউসির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখছে’


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজের পক্ষ থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে অত্যাধুনিক ম্যাকবুক প্রদান উপলক্ষে সম্প্রতি সিএসই ডিপার্টমেন্টের কনফারেন্স হল এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এতে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মাহি উদ্দিন, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডীন প্রফেসর শামসুল আলম, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার।

ড. আবু রেজা বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আইআইইউসির সিএসই ডিপার্টমেন্ট থেকে পাস করা শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে আসছে।’

আরও পড়ুন আরব আমিরাতের রাষ্ট্রদূতের আইআইইউসি পরিদর্শন ও সংবর্ধনা

তিনি রিসার্চের মাধ্যমে ডিপার্টমেন্টকে আরো সমৃদ্ধ করার জন্য বর্তমান ম্যানেজমেন্টের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উপস্থিত সকল শিক্ষকবৃন্দকে অবহিত করেন এবং সকল শিক্ষক শিক্ষিকাকে রিসার্চের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, আধুনিক এবং যুগোপযোগী জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের দেশ ও সমাজ গঠনে সচেষ্ট থাকতে হবে। তিনি ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটিজ বৃদ্ধির জন্য  আগামী সেমিস্টারের শুরুতেই আরো ১৫০টিরও বেশি লেটেস্ট কনফিগারেশনের কম্পিউটার দেওয়ার কথা জানান।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রফেসর মনিরুল ইসলাম, প্রফেসর রেজাউল করিম, ডক্টর মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ মাহমুদুর রহমান, সানজিদা শারমিন প্রমুখ । অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমান উল্লাহর অত্যাধুনিক ম্যাকবুক হস্তান্তর করেন এবং ডিপার্টমেন্টের বিভিন্ন ফ্যাসিলিটিগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর