আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম হালিশহর থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার


ইমরান আহমদ

হালিশহর থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

গত ৫ আগস্ট গুলাবারুদসহ বিভিন্ন কিছু লুট হয়ে গেছিলো কিন্তু এখনও পর্যন্ত অনেক কিছু সঠিকভাবে ফেরত পাওয়া যায়নি যদিও ঘোষণা দেওয়া হয়েছিলো থানা থেকে যেসব গুরুত্বপূর্ণ জিনিষ নিয়ে গেছে তা সব ফেরত দিতে এবং ফেরত দিলে কোন আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে না তারপরও অনেকে ফেরত দেইনি।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব শ্রীমা চাকমা ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ জহির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ বুধবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরী হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন খালি জায়গায় ঝোপঝাড়ের মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করেন।

পরবর্তীদের অনুসন্ধানে জানা যায় যে, উদ্ধারকৃত অস্ত্রটি গত ৫ আগস্ট সিএমপির হালিশহর থানা থেকে লুণ্ঠনকৃত অস্ত্রের মধ্যে এটি একটি। এই সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর