আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ঈদের আগেই বেতন-বোনাস দেওয়ার নির্দেশ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর


অনলাইন ডেস্কঃ ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত একটি সভায় এ নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীকে চন্দনাইশ উপজেলা প্রশাসনের সংবর্ধনা

এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। এজন্য কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবেন তা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।’

তিনি বলেন, ‘ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা। আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর