আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি ২ দিনের সফরে শুক্রবার (১৯ জানুয়ারি) কক্সবাজার আসছেন। প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় সভায় যোগ দেবেন।
শনিবার ২০ জানুয়ারি সকাল ১০টা ২০ মিনিটে প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। একই দিন সকাল সাড়ে ১১টায় তিনি উখিয়ায় শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান এমপি কক্সবাজারে ২ দিনের সফর শেষে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ হুমায়ুন কবীর প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে। প্রসঙ্গত, নতুন সরকার গঠন করার পর এই প্রথম একজন প্রতিমন্ত্রী কক্সবাজারে সরকারি সফরে আসছেন।