আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল


চন্দনাইশ প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি আর্ন্তজাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১২তম সম্মেলনে যোগদানের লক্ষ্যে আজ সোমবার সকালে ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দিবেন। আগামীকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী আর্ন্তজাতিক আইএলও’র ১১২তম প্লেনারি সম্মেলনে যোগ দিবেন। আগামী বুধবার সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হাংবোর সাথে এক সভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। একইদিন তিনি ১১২তম প্লেনারি মিটিংয়ে বক্তৃতা করবেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সাথে বৈঠক করবেন। তিনি আগামী ৭ জুন আর্ন্তজাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি ইলেকশনে উপস্থিত থাকবেন এবং আর্ন্তজাতিক শ্রম সংস্থার টেকনিক্যাল কমিটির সভায় যোগ দিবেন। ব্যস্ততম সফর শেষে প্রতিমন্ত্রী আগামী ১৩ জুন বিকেলে জেনেভা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে প্রেরিত এক সংবাদ বিঙপ্তিতে এ তথ্য জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর