অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেমিকাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়ায় হরি কুমার ত্রিপুরা (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা হারুয়ালছড়ি ইউপির ১নং ওয়ার্ডস্থ ত্রিপুরা পাড়া (ফটিকছড়ি পাড়ায়) এ ঘটনা ঘটে।
নিহত ওই এসএসসি পরিক্ষার্থী ওই এলাকার ক্ষেত্রমহন ত্রিপুরার ছেলে। সে এবার ভূজপুর পাবলিক হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন- শুনেছি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে, এজন্য বিষ খেয়েছে। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে ছেলেটি সেখানে মারা যায়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার শেষকৃত্য করা করা হয়েছে।
Leave a Reply