বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে এক কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে শ্রীলংকা-বাংলাদেশ যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জেএফ অ্যান্ড আই প্যাকেজিং (বিডি) লিমিটেড। গতকাল বৃহস্পতিবার বেপজার সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জেএফ অ্যান্ড আই প্যাকেজিং (বিডি) লিমিটেডের পরিচালক মো. শামসুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। জেএফ অ্যান্ড আই প্যাকেজিং একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজের কারখানা করতে এ বিনিয়োগ করছে।
ওই কারখানায় বিভিন্ন ধরনের পেপার ও প্যাকেজিং পণ্য উৎপাদন করবে যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটি। সেখানে অন্তত ৫০০ জনের কর্মসংস্থান বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply