আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে শ্রীলংকা-ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক

চলমান বিশ্বকাপে অংশগ্রহণ করা ১০টি দলের সবাই ৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ পর্বে ৯টি ম্যাচ থাকায় বলা যায় সবাই প্রায় অর্ধেক করে খেলেছে। গতকাল সবশেষ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের পর এই চক্র পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে আসরে পয়েন্ট তালিকায় কে, কোথায় অবস্থান করছে দেখে নেওয়া যাক।

দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড এখন পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে। ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট তাদের। নেট রানরেট ১.৯২৩। দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ভারত। ৪ ম্যাচে ৪ জয়ে তাদেরও পয়েন্ট ৮। রোহিত শর্মাদের নেট রানরেট ১.৬৫৯।

ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচের ৩টিতে জিতে তাদের পয়েন্ট ৬। তবে দক্ষিণ আফ্রিকার নেট রানরেট সব থেকে ভালো (২.২১২)। কেননা ইংল্যান্ড ও শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে তারা বিশাল ব্যবধানে হারিয়েছিল।

অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে। ৪ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.১৯৩। অস্ট্রেলিয়ার ঠিক নিচেই রয়েছে পাকিস্তান। ৪ ম্যাচের মধ্যে তারাও ২টিতে জিতেছে। বাবর আজমদের পয়েন্ট ৪। নেট রানরেট (-০.৪৫৬) কম থাকায় অস্ট্রেলিয়ার নিচে তারা।

এদিকে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। ৪ ম্যাচে মাত্র ১টি জিতে তাদের পয়েন্ট ২। সাকিব আল হাসানদের নেট রানরেট -০.৭৮৪। পরের চারটি দলও ৪ ম্যাচ খেলে ১টি জিতেছে। ফলে তাদেরও ২ পয়েন্ট করে রয়েছে। নেট রানরেটে সপ্তম থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে তারা। সাত নম্বরে নেদারল্যান্ডস (-০.৭৯০)। অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা (-১.০৪৮)। নবম স্থানে গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (-১.২৪৮)। সবার শেষে রয়েছে আফগানিস্তান (-১.২৫০)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর