আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কক্সবাজারে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

কক্সবাজারে ক্রীড়া দিবস উদযাপন


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ‘ক্রীড়ার উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’ সারাদেশের মতো কক্সবাজারেও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সম্মুখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

আরও পড়ুন কক্সবাজারে জেলা কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময়

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, হারুন অর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, আলীরেজা তসলিম, ওমর ফারুক ফরহাদ, এম. আশরাফুল আজিজ সুজন, কাজী আবুল মনসুর মাসুদ, সাখাওয়াত হোসেন, নুরুল হক, সাবেক ক্রীড়াবিদ শফিউল আলম বাহারী, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, জেলা ইয়োগা এসোসিয়েশন সহ সভাপতি জানে আলম সাকী, চাইনিজ উশু একাডেমি সভাপতি সেলিম এজাহার ও প্রধান প্রশিক্ষক ছিদ্দিকুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর