আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

শেখ কামাল যুব গেমস উপলক্ষে রাঙামাটিতে ক্রীড়া প্রতিযোগিতা


শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে রাঙামাটিতে ৩ দিন ব্যাপী আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টায় (২ জানুয়ারি) রাঙামাটির কুমার সমিত রায় জিমনেসিয়ামে কারাতে প্রতিযোগিতার মাধ্যমে গেমসের উদ্বোধন করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ-কমিটির আহবায়ক আশিষ কুমার চাকমা নব। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় ৩ দিন ব্যাপী এই যুব গেমসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে। কারাতে ছাড়াও ফুটবল, কাবাডি, দাবা, এ্যথলেটিকস আন্তঃ উপজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ফুটবল একাডেমির সভাপতি ওয়াশিংটন চাকমা, জেলা কারাতে উপ-কমিটির সদস্য সচিব মো. আবু তৈয়ব, প্রতিভা ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মনসুর আহম্মেদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সচিব আব্দুল করিম লালু, জেলা কারাতে কোচ জসস্বী চাকমা ভূনক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বেনু দত্ত, সৈয়দ ইসমাইল হোসেন প্রমুখ।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর