অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম জেলা প্রশাসনের তৎপরতায় নগরীর নতুন ব্রিজ এলাকায় ২ দশমিক ৫০ একর সরকারি খাস ভূমি উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য শতকোটি টাকা। বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শেষ দিনের এ অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানটি শুরু হয় গত ২০ নভেম্বর।
জানা গেছে, টানা ৯ দিনের অভিযানে নগরীর বাকলিয়া (বন্দর) মৌজায় নতুন ব্রিজ গোলচত্ত্বর সংলগ্ন নোমান কলেজ রোডের উভয় পাশে অবৈধভাবে দখল হওয়া প্রায় ২ দশমিক ৫০ একর সরকারি খাস জায়গা উদ্ধার হয়। এসময় অবৈধ দখলদারদের বিতাড়িত করা হয়েছে।
আরও পড়ুন ২৬ বছর পর পটিয়ায় ওয়াকফ এস্টেটের অবৈধ দখল উচ্ছেদ
অভিযানে ৩০টি হোটেল- দোকান, একটি বাস পার্কিং এরিয়া, একটি খেলার মাঠ ও একটি বালুর ডিপো থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তারকাঁটা ঘের দিয়ে ও জেলা প্রশাসকের পক্ষে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।
সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, টানা ৯ দিনের অভিযানে দীর্ঘদিন ধরে দখল হওয়া সরকারি খাস জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জায়গায় কাটা তারের বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply