দক্ষিণ চট্টগ্রাম বেকারী মালিক সমিতির ১ম বার্ষিক পুনমিলনী অনুষ্ঠান ১০ই ডিসেম্বর সকাল এগারো টায় সাতকানিয়া উপজেলার দস্তিদার হাট গ্রীণটার্চ হলরুমে অনুষ্ঠিত হয়।
বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম'র সভাপতিত্বে ও অর্থ সম্পাদক পারভেজ সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রডাক্টের লিঃ এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বক্কর, প্রধান মেহমান টি কে গ্রুপের সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মহোদয়, বিশেষ অতিথি রকেট প্রিন্টার্স এন্ড প্যাকেজিং প্রেস ব্যবস্থাপনা পরিচালক শেখ শরিফ আহমদ, মেসার্স লাকী স্টোর প্রোপাইটর কবির আহমদ, মেসার্স আমিন স্টোর প্রোপাইটর শহিদুল ইসলাম, প্রধান আলোচক দক্ষিণ চট্টগ্রাম বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বাশার,অন্যান্যদের মাঝে সাতকানিয়া, লোহাগাড়া,বাঁশখালী, চন্দনাইশ ও বান্দরবানের বিভিন্ন বেকারীর মালিক কর্মচারী সহ সেলসম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বক্কর বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য উৎপাদন করার অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, সরকারী নীতিমালা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেক বেকারীর উৎপাদন ব্যবস্থাপনাকে শতভাগ স্বাস্থ্যসম্মত ও পরিবেশ উপযোগি করা হবে। কোন রকম হাতে স্পর্শ ছাড়াই বেকারী খাদ্যপণ্য উৎপাদনে সংশ্লিষ্ট মেশিনের মাধ্যমে আধুনিকায়নের জন্য বেকারী মালিকদের পরামর্শ দেন। তিনি বেকারী পণ্য উৎপাদনের স্থানগুলোতে (কারখানা) সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার আহবান জানান।
পরিশেষে আগত বিভিন্ন অতিথিদের ক্রেষ্ট প্রদান ও বিশেষ মোনাজাতে মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।