মির্জা জামাল আহমেদ
সাতকানিয়া উপজেলার ১নাম্বার চরতী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের উত্তর ব্রাক্ষ্মণডেঙ্গা পশ্চিম পাড়া শঙ্খ নদীর গর্ভে বিলীন হতে চলেছে। ইতোমধ্যে এ উত্তর বামন ডাঙ্গার পূর্ব পাড়া, মধ্যম চরতী, হিন্দু পাড়া, মাস্টার বাজার এবং মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ অনেক স্থাপনা ও নিদর্শন ভাঙ্গন কবলিত হয়ে চরতী মানচিত্র হতে মুছে গেছে। বর্তমানে নদীভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় এ এলাকার জনসাধারণসহ পার্শ্ববর্তী এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। এজন্য ভাঙ্গন প্রবণ স্থানে পাথরের ব্লক ও জিও ব্যাগ স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
বিষয়টি জানতে পেরে সাবেক সাংসদ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পানি উন্নয়ন কতৃপক্ষকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন। ওইসময় নদীর দক্ষিণ তীরের ভাঙ্গন রোধ করা প্রয়োজন হয়েছিলো।
সরজমিনে দেখা গেছে, চরতীর তিন নাম্বার ওয়ার্ডের যে স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে তার সন্নিকটে নাফিত খালও প্রবাহিত।
সম্প্রতি ভাঙ্গন প্রকট হওয়ায় সরকারি-বেসরকারী সম্পদ ও জনসাধারণের বসতবাড়ি, কৃষি জমি এবং অন্যান্য সম্পদ নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে শঙ্খ নদীর বাম তীরে অবস্থিত বাঁকে উত্তর বামন ডেঙ্গাঁ পশ্চিম পাড়ার অববাহিকায় প্রায় ১ হাজার মিটার ব্লক স্থাপন জরুরি হয়ে পড়েছে। এছাড়া ভাঙ্গনপ্রবণ এলাকায় জরুরীভিত্তিতে জিও ব্যাগ বসানোর আবেদন করছেন স্থানীয়রা।
তারা বলছেন, পৌর বিভাগ-১, বাপাউবো, চট্টগ্রাম এর অধিক্ষেত্রভুক্ত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উত্তর বামন ডেঙ্গাঁ পশ্চিম পাড়াটি করালগ্রাসী শঙ্খ নদীর বাম তীরের বাঁকের সাথে সংযুক্ত। তারা আশঙ্কা করছেন, শঙ্খ নদী যদি নাফিত খালের সাথে সংযুক্ত হয়ে যায় তাহলে নদীর অববাহিকা পরিবর্তন হতে পারে। এতে উল্লেখিত এলাকার প্রায় ৬ থেকে ৭’শ ভূমিহীন হওয়ার আশঙ্কা করছেন। এছাড়া বর্তমানে এ এলাকায় একটি সরকারি জুনিয়র হাইস্কুল, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি সরকারী কমিউনিটি ক্লিনিক, একশত এর অধিক পাকা বাড়ি, অতি সম্প্রতি পুনঃনির্মিত দৃষ্টিনন্দন ৪ তলা ফাউন্ডেশনের (প্রথম ও দ্বিতীয় তলা কাজ সম্পন্ন) উত্তর বামন ডেঙ্গা আবদুল করিম জামে মসজিদ ও মসজিদের অন্যান্য স্থাপনা, আরো দুটি জামে মসজিদ, তিনটি ফোরকানিয়া মাদ্রাসা, ২টি হেফজ খানা, ১টি নুরানী মাদ্রাসা, ১টি ইবতেদীয় মাদ্রাসা, ৫টি কবরস্থান, ১টি বড় ও ২টি ছোট মন্দির, একাধিক শ্বশান, তালগাঁও উত্তর বামন ডেঙ্গা মাস্টারহাট পাকা সড়ক, উত্তর বামন ডেঙ্গাঁ উত্তর পাড়া সড়ক শাহা মৌলানা রফিক আহমদ পাকা সড়ক, , উত্তর বামন ডেঙ্গা বোর্ডগাড় পাকা সড়ক, যোগেশ মহাজন (হিন্দু পাড়া) সড়ক, আনার বাপের বাড়ি সড়ক, ছৈয়দ আহমদ চৌধুরী জামে মসজিদ সংলগ্ন সড়ক সহ আরও বিভিন্ন শাখা সড়ক, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে কৃষি ফসল উৎপাদনে প্রসিদ্ধ এলাকার কৃষি জমি এবং পার্শ্ববর্তী এলাকা- তালগাঁও ও তুলাতলী এলাকার বতস বাড়ি সহ অনেক স্থাপনা এবং কৃষি জমি ভাঙ্গল কবলিত হয়ে চরতীর মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা বিরাজমান।
উল্লেখ্য, উক্ত ভাঙ্গন কবলিত এলাকার নীচের অংশে ইতোমধ্যে ভাঙ্গনরোধে ব্লক স্থাপন এবং উপরের অংশে বিগত বর্ষা মৌসুমে জিও ব্যাগ বসানো হয়েছে। বর্তমানে নিচের অংশে ব্লকের সাথে সংযুক্ত ব্লক বিহীন নদীর পাড় ভাঙ্গন কবলিত হচ্ছে। ভাঙ্গন অব্যাহত থাকলে উভয় পার্শ্বের উক্ত সরকারী সম্পদেরও (ব্লক ও জিও ব্যাগ) ক্ষতি হবে। নিচের অংশে ব্লক স্থাপনের সময় উত্তর বামন ডেঙ্গার উপরের অংশে জিও ব্যাগ স্থাপনের প্রস্তাব উঠেছিলো। কিন্তু পরবর্তীতে উত্তর বামন ডেঙ্গার মধ্যখান থেকে ব্লকের কাজ করা হয়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ উদ্দিন নদভী পানি সম্পদ মন্ত্রণালয়েও ডিও লেটার প্রদান করেন। চলতি বৎসর বর্ষা মৌসুমে উক্ত এলাকার জনসাধারণ এই ক্ষতির আতঙ্কে আতঙ্কগ্রস্থ রয়েছেন। ব্লক স্থাপনে বিলম্ব হলে এই বর্ষার মৌসুমে শঙ্খনদীর উক্ত ভাঙ্গন কবলিত অংশে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ বসানোর জন্য বর্তমান সাংসদ আলহাজ¦ এম এ মোতালেবের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
Leave a Reply