আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) আংশিক সূর্যগ্রহণ ঘটবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান জানান, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টা ৫৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।
আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশ থেকে গ্রহণটির প্রথম অংশ সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। এই গ্রহণ ঢাকা বিভাগে বিকেল ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে। ময়মনসিংহে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৩ মিনিটে শেষ হবে। চট্টগ্রামে ৪টা ৪৪ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২০ মিনিটে শেষ হবে। সিলেটে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৫টা ১৭ মিনিট ৬ সেকেন্ডে শেষ হবে। খুলনায় ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। বরিশালে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। রাজশাহীতে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে এবং রংপুরে গ্রহণ শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।