আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রশাসন, ১৪ নভেম্বর পর্যন্ত মাধ্যমিকে অনলাইনে আবেদন


অনলাইন ডেস্কঃ দেশের সবকটি সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া অনলাইন আবেদন ও লটারির মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে প্রযুক্তিগত সংকট এবং সদিচ্ছা না থাকায় গতবছর ২০২২ সালে কয়েকটি প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মানতে পারেনি। কিন্তু চলতি বছর ২০২৪ সালের জন্য মাধ্যমিকের সব আবেদন হতে হবে অনলাইনে। সরকারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শ্রেণিতে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে এই প্রক্রিয়ায়।

আজ বুধবার (২৫ অক্টোবর) শুরু হওয়া মহানগরীর ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন নেয়া হবে ১৪ নভেম্বর পর্যন্ত। এবারও শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারন হবে লটারিতে।

আরও পড়ুন এবার গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছেন না মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা

জানা গেছে, নগরীর পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ হাজার ৪২৪টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। যে ১০টি সরকারি বিদ্যালয়ে আবেদন নেয়া হচ্ছে সেগুলো হলো- চট্টগ্রাম কলেজিয়েট, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাইস্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এসব প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে প্রদান করা যাবে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনলাইনের এই লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে আলাপকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদি উর রহিম জাদিদ বলেন, ‘সরকারি নির্দেশনানুযায়ী চলতি বছরও অনলাইন আবেদন গ্রহন করা হচ্ছে এবং লটারিতে ভর্তি করা হবে। যেসব বেসরকারি প্রতিষ্ঠান এখনও লটারির মাধ্যমে প্রক্রিয়ায় আসেনি জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে সেগুলোর তথ্য চাওয়া হয়েছে।’

যোগাযোগ করা হলে জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা জানান, ‘জেলা প্রশাসনের যে তথ্য চাওয়া হয়েছে তা আগামি কয়েকদিনের মধ্যে দেওয়া হবে। চলতি বছর জেলা ও উপজেলাগুলোর সরকারি মাধ্যমিকে সরকারি নির্দেশনা মতেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর