অনলাইন ডেস্কঃ আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রসঙ্গে রাজনীতির মাঠে চলছে নানা বিশ্লেষন, নানা সমীকরণ। এ নির্বাচনের তফসিল ঘোষণাতেও এসেছে সংশোধন। বুধবার (১৭ এপ্রিল) তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে। এরমধ্যে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে।
সম্প্রতি সংস্থাটির প্রকাশিত একটি প্রজ্ঞাপন থেকে জানা গেছে, তৃতীয় ধাপে চট্টগ্রাম বিভাগে ২৫টি উপজেলায় আর চতুর্থ ধাপে ৫ জুন ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্বঘোষিত তফসিল আবারো সংশোধন করে আরেকটি ধাপ বাড়িয়ে পঞ্চম ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। যদিও সেটির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে সেই ধাপে ৮ উপজেলায় নির্বাচন হবে।
আরও পড়ুন ষষ্ঠ উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা
জানা গেছে, ২৯ মে চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, বাঞ্ছারামপুর উপজেলায়; কুমিল্লার বুড়িচং, ব্রাক্ষ্মণপাড়া, মুরাদনগর, দেবিদ্বারে; চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ; ফেনীর সোনাগাজী, ফেনী সদর, দাগনভূঞায়; নোয়াখালীর বেগমগঞ্জ, নোয়াখালী সদর; লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর সদর; চট্টগ্রামে আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ; কক্সবাজারে উখিয়া, রামু, টেকনাফ; খাগড়াছড়িতে মহালছড়ি; রাঙ্গামাটিতে নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়িতে ভোট হবে।
এরপর ৫ জুন চতুর্থ ধাপে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নবীনগর, বাক্ষ্মণবাড়িয়া সদর, বিজয়নগর উপজেলায়; কুমিল্লার হোমনা, চান্দিনা, চৌদ্দগ্রাম; ফেনীর ছাগলনাইয়া; চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়ায় ভোট হবে।
পঞ্চম ধাপের পূর্ণাঙ্গ তফসিল কিংবা চূড়ান্ত তারিখ সম্পর্কে না জানালেও এ ধাপে আটটি উপজেলায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসি। উপজেলাগুলো হলো- কুমিল্লার তিতাস, লালমাই, দাউদকান্দি; চাঁদপুরের হাইমচর; নোয়াখালীর কবিরহাট; চট্টগ্রামের সাতকানিয়া ও কর্ণফুলী; খাগড়াছড়ির গুইমারা উপজেলা।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে দেশের আট বিভাগ অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মোট ১১২টি উপজেলায় ভোট হবে। এছাড়া চতুর্থ ধাপে ৫৩ এবং পঞ্চম ধাপে ১৬টি উপজেলায় ভোট হবে।