সীতাকুণ্ড প্রতিনিধি
বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের প্রধান পবিত্র তীর্থ স্থান পরিচালনা কমিটি ঐতিহ্যবাহী সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের জেলা জজ এর সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির নির্বাচিত অন্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য,সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত,সহ-সম্পাদক প্রণব কুমার দে ও সুব্রত চক্রবর্তী সৌমিত্র।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের (রাঙ্গুনিয়া) সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস জয়ন্তী রানী রায়,কক্সবাজারের সিনিয়র সহকারী জজ ও স্রাইন কমিটির সদস্য মিসেস মৈত্রী ভট্টাচার্য ।
প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম (১ম) আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো.খায়রুল আমিন জানান,নির্বাচনে শ্যামল দত্ত সভাপতি ও অ্যাডভোকেট চন্দন দাশ সম্পাদক সহ অন্যান্যরা নির্বাচিত হয়েছে। তিনি আরো জানান, নির্বাচিত এ কমিটি চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৯ সাল পর্যন্ত মোট পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।
Leave a Reply