নিজস্ব প্রতিবেদক: স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান সংগঠক সদ্য প্রয়াত সিরাজুল আলম খান স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।
শনিবার (২৯ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে স্মরণ সভাটির আয়োজন করে সিরাজুল আলম খান স্মরণ সভা কমিটি।
অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে, সোলায়মান খান ও নুরুল আরশাদ চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য তার অনুসারী ও অনুরাগীরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন কমিটির আহবায়ক ড. মাহফুজুর রহমান, সাবের আহমদ, সুশীল বড়ুয়া,রাখাল চন্দ্র বণিক, নাচির উদ্দিন নবাব, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মোস্তফা কামাল, ডা. আবদুল্লাহ হারুন, নুরুল হুদা, ইন্দু নন্দন দত্ত, অধ্যাপক ইছহাক চৌধুরী, আবু তাহের প্রমুখ।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এই প্রতিষ্ঠাতাকে নিয়ে স্মৃতিচারণে তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর আলোচনা করেছেন বক্তারা। বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন সিরাজুল আলম খান।’
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান ওরফে ‘দাদাভাই’ গত ৯ জুন রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply