অনলাইন ডেস্কঃ এশিয়ায় সবচেয়ে সুখী দেশ সিঙ্গাপুর, দুঃখীর তালিকায় ১১ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে জাতিসংঘের তথ্য উপাত্তে প্রকাশিত বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯তম। গত বছর এ অবস্থান ছিল ১১৮তম। সে হিসাবে এ বছর বাংলাদেশ দুঃখী দেশের তালিকায় ১১ ধাপ এগিয়েছে। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিলো তালিকার ৯৪ নম্বরে।
বুধবার (২০ মার্চ) প্রকাশিত এ তালিকায় বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্থান পেয়েছে ফিনল্যান্ড। টানা সপ্তমবারের মতো তালিকাটিতে অটুট রয়েছে দেশটির নাম। এ তালিকায় একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান।
বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম ও শ্রীলঙ্কা ১২৮তম, আফগানিস্তান ১৪৩তম অবস্থানে।
বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক এ তালিকায় এ-সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়েছে ১৪৩টি দেশের।
আরও পড়ুন থিয়েটার ইনস্টিটিউটে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা
আজ ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১২ সালের ১২ জুলাই এ দিনকে সুখ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সুখ ও ভালো থাকার বিষয়টিতে একটি সর্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি।
প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রকাশ করা হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪’।
তালিকাটিতে এশিয়ার সবচেয়ে সুখী ১০টি দেশের কথাও জানানো হয়। প্রথম স্থানে থাকা সিঙ্গাপুরের পাশাপাশি এ তালিকায় দ্বিতীয় তাইওয়ান, তৃতীয় জাপান, চতুর্থ সাউথ কোরিয়া, পঞ্চম ফিলিপাইনস, ষষ্ঠ ভিয়েতনাম, সপ্তম থাইল্যান্ড, অষ্টম মালয়েশিয়া, নবম চায়না, দশম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply