চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের ব্রেক ওয়াটার নির্মাণ ও চ্যানেল ড্রেজিংয়ে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জার্মান সংস্থা সেলহর্ন, কেএস এবং অ্যাকোয়া। আজ বুধবার (১৯ অক্টোবর) বোর্ডরুমে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডিমরাল এম শাহজাহানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি মোতাবেক পরার্মশক প্রতিষ্ঠান ব্রেক ওয়াটার ও এক্সেস চ্যানেল ড্রেজিং কার্যক্রেমর ডিজাইন, ড্রয়িং, প্রাক্কলন ও দরপত্র দলিল প্রস্তুতকরণের কাজ শেষ করবে।
চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সকল সদস্য, জার্মান সংস্থা সেলহর্নের প্রতিনিধি ম্যানফ্রেড ভস, কেএস কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুর রহমান ও চট্টগ্রাম বন্দরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।