মো. ইকবাল হোসেন, সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত (২ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা বলছেন, ‘রাত দেড়টার দিকে ইছামতি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়ি লক্ষ্য করে একদল সন্ত্রাসী উপুর্যপুরী বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। ওইসময় বাড়ির লোকজন আতংকিত হয়ে পুলিশে খবর দেয়।’
আরও পড়ুন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেয়ার আহ্বান নদভীর
এ প্রসঙ্গে রিয়াজ উদ্দিন রিয়াদে বলেন, ‘আমরা স্থানীয় ভাবে নৌকার প্রার্থী ড. নদভীর সমর্থক হওয়াতে বিদ্রোহী প্রার্থী মোতালেবের সমর্থক পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান সুমনের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে। আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে এম এ মোতালেব এ অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আমার কর্মী সমর্থকদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। আমরা কারো ওপরে হামলা করিনি। আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই।’
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’ মামলা হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।