কর্ণফুলী প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিকী নির্বাচনে সভাপতি পদে ভোটে বিজয়ী হয়েছেন মুহাম্মদ ওসমান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এ এম বাহা উদ্দিন।
উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী শিকলবাহা কলেজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ নির্বাচন সোমবার (২৭ নভেম্বর) গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায়,সকাল ৯টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৯ জন। নির্বাচনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় অংশ গ্রহন করেছিলেন। সভাপতি প্রার্থী ৩জন, সহ সভাপতি ২জন, সম্পাদক ৩জন, অর্থ সম্পাদক ৩জন, সদস্য প্রার্থী ১৪জন ভোটারদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন (চেয়ার মার্কায়) ৫৬ ভোটে মুহাম্মদ ওসমান হোসেন, ৩৩ ভোটে (ছাতা) মার্কা মোঃ আবদুল হালিম, কবতুর মার্কায় ২৯ভোটে মোহাম্মদ ইলিয়াস বিজয়ী হয়েছেন।
সহ সভাপতি নির্বাচিত হয়েছেন (মোটরসাইকেল) ৬৯ ভোটে মোহাম্মদ নাছির
তার প্রতিদ্বন্দ্বি মুহাম্মদ ইউনুছ টেবিল মার্কায় পেয়েছেন ৫০ভোট। সম্পাদক নির্বাচিত (বই) হয়েছেন ৫১ ভোটে এ এম বাহা উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বি (প্রজাপ্রতি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪৭ভোট। আনারস মার্কায় ২০ভোট পেয়েছেন আব্দুল করিম মনজু। আব্দুল লতিফ হারিকেন মার্কায় ৪৭ভোটে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি (দেওয়াল ঘড়ি) পেয়েছে ৩৭ভোট।
আরও পড়ুন শিকলবাহা কলেজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন
এছাড়া সদস্য পদে ভোটে নির্বাচিত হয়েছেন ৮ জন। এরা হলেন- মোহাম্মদ হারুন (বল) মোহাম্মদ মহিউদ্দিন (মিনার) মো. শফিকুল ইসলাম মানিক (উড়োজাহাজ) মো. টিপু (মোরগ) মোহাম্মদ ইদ্রিস (আম) মোহাম্মদ মহিউদ্দিন (বাইসাইকেল) মোহাম্মদ ইউসুফ (হাতী) শুকদেব নাথ (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী জানিয়েছেন- ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত সমিতির ব্যবসায়িগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তৈয়ব,নুর হামিদ ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা এবং কর্ণফুলী থানা(সিএমপি)পুলিশ সদস্য বৃন্দ।
নির্বাচিত সভাপতি মুহাম্মদ ওসমান হোসেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করায় উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল, কর্ণফুলী থানা পুলিশ এবং সমিতির সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।