“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার( ১৮ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আল ইরফান, ওসি( তদন্ত ) আব্দুল বারী, পল্লী বিদ্যুৎ ডিজিএম আবু সুফিয়ান, ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, আ.লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply