নিজস্ব প্রতিবেদক >>> মঙ্গলবার বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারদোনা মোটর স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দিদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন।লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ চৌধুরী টিটু,সদস্য ডাক্তার মহিউদ্দিন।চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃআনাছ,ইউনিয়ন বিএনপির নেতা শিবলু,যুবদল নেতা কাইছার,আব্বাস সহ বহু নেতাকর্মীরা।এসময় বক্তারা বলেন সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, বাড়ি ঘর ভাংচুরসহ সকল সহিংসতা বন্ধে সকলের প্রতি আহবান জানান। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ জানান।চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দিদারুল আলম চৌধুরীর বলেন। স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না।তিনি আরো বলেন আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে,বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।এসময় তিনি তরুণদের উদ্দেশে আরো বলেন,এই দেশ তরুণ, ছাত্র ও যুব সমাজের,আপনারাই এই দেশ নতুন করে গড়ে তুলবেন,আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের।