আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করবেন শেখ হাসিনা


কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ ডিসেম্বর। ৮ ডিসেম্বর সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ডিসেম্বর। যদিও এর আগে জানানো হয়েছিল, ছাত্রলীগের ৩০তম সম্মেলন হবে ৩ ডিসেম্বর। তবে পরে তা পিছিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত, ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালে। একই বছর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে তারা বহিষ্কার হলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। ২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করা হয়।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর