নিজস্ব প্রতিবেদক
দেশ ছাড়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়ে গেছেন। উদ্ভুত পরিস্থিতিতে গতকাল রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন।
এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে তাকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। আজ সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
এরপর আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বেলা ২টায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। পরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়া নিয়ে আরও নানা ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশে করেছেন।