আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লি নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান


অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনা দেশত্যাগের পর প্রভাবশালী এ আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। স্থানীয়রা ধারণা করেছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অবশেষে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের।

গত শুক্রবার রাতে শামীম ওসমানকে দেখা গেছে ভারতের দিল্লিতে। সেখানে তিনি নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে পরিবার নিয়ে জিয়ারত করতে যান।

ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম।

আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরুপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান।

উল্লেখ্য, এর আগে কয়েকটি সূত্র জানায়, শামীম ওসমানের ধারণা ছিল, দেশে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে। আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই। কিন্তু শেখ হাসিনাকে এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি বুঝতে পারেননি। সে কারণে পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েননি। বেশ কিছুক্ষণ তিনি রাজধানীর কয়েকটি এলাকায় আত্মগোপন করেন।

জানা গেছে, মগবাজার এলাকায় বিএনপির একজন নেতা, যিনি তার বন্ধু। তার বাড়িতেও কিছুক্ষণ ছিলেন শামীম ওসমান।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়ার খবরের পরপরই বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এসময় তার বাড়ি থেকে আসবাবসহ সবকিছু লুটপাট করা হয়। বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়। বিকেল ৫টার দিকে রূপায়ন টাউনের পঞ্চম তলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের জেড এন করপোরেশনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর