চন্দনাইশ প্রতিনিধি
সম্প্রতি প্লাবিত ভয়াবহ বন্যায় দূর্গত-ক্ষতিগ্রস্ত পরিবারে বরমা শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের ব্যবস্থাপনায় কুইন্স সোপ এন্ড ক্যামিকেল কোম্পানির এমডি ও ট্রাস্টের চেয়ারম্যান রুবেল দেবের সৌজন্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। বরমা, মাইগাতা, বাতাজুরী, সেবন্দি, চরবরমা, বাইনজুরী এলাকার ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মধ্যে ১৩ আগস্ট রবিবার মাইগাতাস্থ শম্ভু-লক্ষ্মী কুটিরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (সহকারী কমিশনার- ভূমি) প্রকৌশলী জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি ছিলেন শম্ভু-ট্রাস্টের উপদেষ্টা শ্রীমতি লক্ষ্মী দেব, সুধীর দেব, উপজেলা শিশু উন্নয়ন বোর্ডের সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, পটিয়া আইনজীবি সমিতির অর্থ সম্পাদক এডভোকেট সৈয়দনুর মোস্তফা মিটু, ট্রাস্টের সদস্য জুয়েল দেব, সম্রাট দেব, লিটন দেব, টিটু দেব, রূপন দেব, সমাজসেবক স্বপন দাশ প্রমুখ।
রুবেল দেব এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, চাল, ডাল, আলু, পিঁয়াজ,চিড়া, মুড়ি ইত্যাদি মানবিক উপহার হিসেবে প্রদান করা হয়।