আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বর্ণের ব্যবসায় লসের আশঙ্কা নেই : সাকিব আল হাসান


চাটগাঁর সংবাদ ডেস্ক

স্বর্ণের ব্যবসা বাস্তবসম্মত, ভালো ব্যবসা। এ ব্যবসায় লসের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান । সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে গিয়ে এসব কথা কথা বলেন তিনি। এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি এর আগে এনআরআই জুয়েলারির সঙ্গে কাজ করেছেন। আশরাফুল জানান, আবারও এনআরআই জুয়েলারির সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।

স্বর্ণের ব্যবসা সম্পর্কে সাকিব বলেন, ‘আদিকাল থেকে ইতিহাস বলে স্বর্ণের ব্যবসা বাস্তবসম্মত, ভালো ব্যবসা। কখনও শুনিনি স্বর্ণের দাম কমে। কেউ স্বর্ণ কিনে রাখলেও লস হওয়ার সম্ভাবনা নেই। বিনোয়োগ হিসেবে দেখলে ডায়মন্ডের চেয়ে স্বর্ণের ব্যবসা ভালো।’

প্রমোশন অনুষ্ঠানে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন সাকিব আল হাসান। তিনি বলেন, সামনে আমাদের এশিয়া কাপও বিশ্বকাপ আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো করতে পারি।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর