সামনে ওয়ানডে বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একাদশে সাকিব না থাকায় অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমে সাকিবের বিশ্রাম মনে হলেও পরে জানা যায় চোট পেয়েছেন তিনি।
গতকাল রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পান সাকিব। আঘাতের কারণে অ্যাঙ্কেল ফুলে গেছে। এ কারণেই প্রস্তুতি ম্যাচে নেই তিনি। তবে শঙ্কার খবর, চোটের কারণেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।