মো: ইকবাল হোসেন, সাতকানিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন "আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ" এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী বলেন, গত দেড় যুগ ক্ষমতায় না থেকেও বিএনপি এদেশে যতটা জনপ্রিয়তা অর্জন করেছে তা আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি আমাদের উপর দেশের মানুষের যে আস্থা সৃষ্টি হয়েছে, তা বিপদগামী বিএনপি'র নেতাকর্মীদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দলের ভাবমূর্তি নষ্টকারীদের চিহ্নিত করে তাদের প্রতিহত করতে হবে। দল শুধু তাদের বহিষ্কারই নয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে সহযোগিতা করবে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাভুক্ত সাংগঠনিক ইউনিট উত্তর সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার পতন দীর্ঘদিনের আন্দোলনের ফল। এদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা দেশ পরিচালনা করবে। শ. ই. রাহী বলেন, তৃণমূলই বিএনপির মূল চালিকাশক্তি। তারা শত প্রলোভন আর নির্যাতন উপেক্ষা করে দলকে আগলে রেখেছে। তাই এই মুহূর্তে তাদেরকে অবজ্ঞা করলে চলবে না। সামনে এখনো আমাদের অনেক কঠিন পথ বাকি। এখনই এতো খুশি হলে চলবে না। আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কারণে জনগণের কাছে আমাদের সম্মান ও জনপ্রিয়তা হ্রাস পায়। আমাদের এখন আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিপক্ষের উপর কোনোরকম চাপ সৃষ্টি করা যাবে না সমাবেশে বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব ওবাইদুল আরাফাত ও যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাছির উদ্দীন, মোহাম্মদ আবু ছৈয়দ, শামসুল ইসলাম, বাবলু মেম্বার, আবদুর রহিম, নুরু মেম্বার, ফৌজুল কবির রুবেল, আলমগীর সাকিব, মোহাম্মদ রবি,আতিকুর রহমান, মনির আহমেদ ,আরিফুল ইসলাম, আশিকুর রহমান, মহিলা মেম্বার মর্তুজা বেগম, মোহাম্মদ ফোরকান, কৃষক আকতার হোসেন, প্রবাসী মহিউদ্দীন, মোহাম্মদ নিজাম উদ্দীন, মোহাম্মদ মোস্তাক, নুরুল আবছার প্রমূখ।