আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহজালাল ইসলামি ব্যাংক মুরাদপুর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পাইন অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক

আজকের সঞ্চয়, আগামীর নিরাপত্তা” স্লোগানে শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি,মুরাদপুর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পাইন অনুষ্ঠিত। মঙ্গলবার (১২ই ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর চশমা হিল হোসেন আহমেদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজে এ ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ এসকান্দার আলম (এসভিপি)। অধ্যক্ষ এহসানুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুরাদপুর শাখার ডেপুটি ম্যানেজার মুহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী,শাখার স্কুল ব্যাংকিং এর সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাসুম(এইও), স্কুলের সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মুহাম্মদ এসকান্দার আলম বলেন, শিশুদের সঞ্চয়ের অভ্যাস শুরু করতে হবে শৈশব থেকেই যাতে আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত হয়। আর তাই শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি এগিয়ে এসেছে মুদারাবা সেভিংস স্কুল ব্যাংকিং একাউন্ট নিয়ে। যে হিসাব পরিচালনার জন্য কোন চার্জ নেওয়া হয়না, ফ্রি ডেবিট সুবিধাসহ ২.৫ হারে বার্ষিক মুনাফা প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এহসানুল হক বলেন, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি, মুরাদপুর শাখার উদ্যোগকে শিশুদের সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে ভুমিকা রাখবে। তিনি স্কুল ব্যাংকিং এর সাথে সম্পর্কিত সবাইকে স্কুলের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে স্কুল একাউন্ট শুরু করা ৫৬ জন ছাত্রছাত্রীদের মাঝে শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি, মুরাদপুর শাখার পক্ষ থেকে শিক্ষা সামগ্রি, ডেবিট কার্ড, জমারশিদ প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর