অনলাইন ডেস্ক
শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে মিরসরাই সদরের উত্তর প্রান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার এবং মহাসড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।
এদিন সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, শাখার গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজি উল্লাহ, ইকবাল বাহার চৌধুরী, মো. ফয়সাল, শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার ম্যানেজার মোহাম্মদ সাইফুল আলম, ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লু, শাখার জেইও আবু হাসনাত মোহাম্মদ নোমান, অফিসার নাসির উদ্দিন, সাংবাদিক সাদমান রহমান, আজিজ আজহার প্রমুখ।
এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার এবং মহাসড়কের পাশে ফলজ ও বনজ গাছের তিন শতাধিক চারা রোপন করা হয় এবং গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক নুরুল আলম বলেন, পরিবেশ রক্ষায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গাছ লাগানোর জন্য মহাসড়ককে বেছে নেয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। আগামীতেও এ ধরণের মহতি উদ্যোগ নেয়ার জন্য তিনি অনুরোধ জানান।
ইতিপূর্বে বিগত চার বছরে মিরসরাই কলেজ ক্যাম্পাস, এস রহমান আইডিয়াল স্কুল ও মারুফ মডেল হাইস্কুল, দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অভিন্ন কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।
কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডার এবং মহাসড়কের পাশে ফলজ ও বনজ গাছের তিন শতাধিক চারা রোপন করা হয় এবং গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply