মোঃ শহীদুল ইসলাম, চট্টগ্রামঃ
আগামী অক্টোবর মাসে জেলা পরিষদ নির্বাচন শুরু হবে বলে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন মানবতার নেত্রী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী সদস্য শাহিদা আকতার জাহান।
তিনি ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিধায় সকল মহিলা মেম্বারসহ জনপ্রতিনিধিদের সাথে কয়েকটি বৈঠক করেছেন। তাছাড়া তিনি গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিতও করেছেন।
জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী শাহিদা আকতার জাহান জানান, সবকিছু ঠিক থাকলে আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচনে অংশ নিবো। ইতিমধ্যে মেম্বারদের সাথে কয়েকটি বৈঠকও হয়েছি। তারা আমাকে বেশ সাড়া দিয়েছে। সকলের কাছে আমি দোয়া,ভালবাসা ও সহযোগীতা কামনা করছি।