মো. নিজাম উদ্দিন চৌধুরী, চন্দনাইশঃ উপজেলায় স্মার্ট ভূমি সেবা (২০২৪) সপ্তাহে
ব্যাপক সাড়া মিলেছে। গত ৮ থেকে ১৪ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সেবা সপ্তাহের মধ্যে একদিন (১৩জুন) উন্মুক্ত ডেস্ক এর মাধ্যমে গণশুনানীও করেছেন তিনি।
আরও পড়ুন চন্দনাইশে ভূমিসেবা সপ্তাহ সম্পন্ন
ওপেন ডেক্স এর মাধ্যমে মিউটেশন (নামজারী), অন্যান্য মামলাসহ অন্যান্য মামলা গণশুনানী করা হয়েছে। চন্দনাইশের জনসাধারণ ভূমি মন্ত্রণালয়ের এ স্মার্ট ভূমি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিসেবা সপ্তাহে চন্দনাইশে মিউটেশন কেস (নামজারি মামলা) হয়েছে ১৪১টি, তন্মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩৫টি। এছাড়া মিস মামলা হয়েছে ২৬টি।
Leave a Reply