আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনবাগ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


জুয়েল রানা , নোয়াখালী >>> নোয়াখালীর সেনবাগ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ৮ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালীর সেনবাগ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।এসময় বক্তব্য রাখেন, সেনাবাহিনীর সেনবাগ উপজেলা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খুরশীদ আহমেদ বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাব্বির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনালের ডিজিএম, এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজি উল্লাহ, উপজেলা নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, ৪নং কাদরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক, ২নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল হক,

নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপি’র আহবায়ক আবদুল হান্নান লিটন, ভিপি মফিজ, জামায়াতে ইসলামীর নেতা এজিএস শাহীন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার, ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৫নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, ৮নং বিজবাগ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, ১নং ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান, সেনবাগ উপজেলা বিএনপির নেতা মোঃ জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ, জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান , আবুল খায়ের, জামায়াতে ইসলামীর সেনবাগ পৌর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মোঃ রহিম উল্লাহ বশিরী প্রমুখ।

বক্তারা বলেন, সেনবাগে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর দৌরাত্ম্যে সামাজিক কর্মকাণ্ড মূল্যবোধের চরম অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে শারদীয় উৎসব পালনে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যৌথ ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ও সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক সহ দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান হয়।

আরো উপস্থিত ছিলেন, সামাজিক নেতৃবৃন্দ, সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর