আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল রাওয়া ইংলিশ স্কুলে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে সেমিনার

আল রাওয়া স্কুলে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে সেমিনার


আল রাওয়া ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) পাঁচলাইশে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারটিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা গবেষক ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রফেসর আবদুল হালিম চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন মোটিভেশনাল বক্তা শামসুদ্দিন শিশির। এতে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ফোরামের চেয়ারম্যান এডভোকেট আবু তাহের।

এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি একেএম শাহেদুল আলম, মো. নুরুল আবছার, ব্যাংকার গিয়াসউদ্দিন, অধ্যক্ষ জহুরুল ইসলাম, আলতাফ হোসেন ও আবদুল্লাহ আল মুবিন চৌধুরী।

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে জোর দেয়া তাগিদ দেন। বক্তারা বলেন, ‘মূল্যবোধ বলতে বলা যেতে পারে, এটি এমন বোধ বা উপলদ্ধি, যা মানুষকে ভালো, সত্য, ন্যায় প্রভৃতিকে গ্রহণ করতে শেখায়। এটি একদিকে আমাদের ভালো—মন্দ, ন্যায়—অন্যায়, সৎ—অসৎ প্রভৃতির মধ্যে পার্থক্য করতে শেখায়, তেমনি উচিত অনুচিতের দ্বন্দ্বে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। মূল্যবোধ মানব আচরণের নির্ধারক। ব্যক্তিক ও সামজিক উভয় জীবনেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক নাজিয়া জাহান ও আসিফ আহমদ। (প্রেস বিজ্ঞপ্তি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর