অনলাইন ডেস্কঃ মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব দে লালুর উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। এ বিষয়ে বুধবার ২৬ জুন সকালে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, গত ৩ বছর ধরে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব দে লালু হার্টের সমস্যায় ভুগছেন এবং তিনি ২০২২ সালে একবার হার্ট স্ট্রোকের সম্মুখীন হয়েছেন। তারপর থেকে আর্থিক অনটনের কারণে তার উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি। গত ১৮ জুন হঠাৎ করে বিপ্লব দে লালুর হার্টের সমস্যা দেখা দিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৪নং ওয়ার্ড ও ৬৫নং সিটে ভর্তি করানো হয়। কিন্তু তার আর্থিক অনটনের কারণে চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছে না তার পরিবার।
আরও পড়ুন মোহরায় অপহৃত শিশুকে ফিরিয়ে দিলো চান্দগাঁও থানা পুলিশ
লালুর উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসকের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার রাজনৈতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (২৫ জুন) চমেক হাসপাতালে লালুর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন লিটন, শরিফুর রহমান সৌরভ, জাহেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. লোকমান, সমিরণ মল্লিক, দিদারুল আলম নিজামী, মোহরা ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. নুরুল আব্বাস, চট্টল ইয়ূথ কয়ার কেন্দ্রীয় কমিটির মহাসচিব অরুণ চন্দ্র বণিক।
Leave a Reply