স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে বিজ্ঞান ও প্রযুক্তির ছাত্র-গবেষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নতুন ছাত্রদের ওরিয়েন্টেশন সভার প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এই কথা বলেন।
তিনি আরও বলেন, মুসলিম বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিদ্যা, গণিত, স্থাপত্য ইত্যাদি বিষয়ে অতীতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিলেন। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ও মুসলিমদের হাতে তৈরি হয়েছিল। ফলশ্রুতিতে সে সময় মুসলিমগণ বিশ্বের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি ইতিহাসের পাতা থেকে বিভিন্ন মুসলিম বিজ্ঞানীর নাম উল্লেখ করে তাদের সুনির্দিষ্ট অবদান সম্পর্কে ছাত্রদের অবহিত করেন। মুসলিম স্পেন, আফ্রিকা, আরব, ইরান ইত্যাদি দেশের বিভিন্ন স্থাপত্যের কথা উল্লেখ করে তিনি বলেন যে, তৎকালীন মুসলিমদের প্রযুক্তিগত ও শৈল্পিক) উৎকর্ষ এখনো বিস্ময় জাগায়। আইআইইউসি বিজ্ঞান ও প্রযুক্তির পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য সৎ, দক্ষ, বিবেকবান ও দেশপ্রেমিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিরাট কর্মযজ্ঞে আইআইইউসি কর্তৃপক্ষ যেসব উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন সে সম্পর্কেও তিনি ছাত্রদের অবহিত করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তার বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির ছাত্র-গবেষকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন যে, বর্তমান সরকার গণমানুষের ভাগ্য উন্নয়নে যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা একান্ত প্রয়োজন। এ বিষয়েও ছাত্র-শিক্ষকসহ সকলকে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর, ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং এর ডীন ড. সামিমুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. শামসুল আরেফিন, বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আমান উল্লাহ, এবং সিএসই বিভাগের মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর জনাব তানভীর আহসান বক্তব্য রাখেন।
মান্যবর ভাইস চ্যান্সেলর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ করে বিশেষভাবে সাইন্স ফ্যাকাল্টির উন্নয়নের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী ছাত্রদেরকে বিভিন্ন অপপ্রচারে অংশগ্রহণ বা প্রভাবিত না হয়ে তাদের প্রয়োজন, সমস্যা বা অভিযোগের বিষয়গুলো সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান। ছাত্রদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে তিনি ছাত্রদের অবহিত করেন এবং জানান যে এই বিষয়ে বর্তমান বোর্ড অফ ট্রাস্টিজ সবসময়ই অত্যন্ত আন্তরিক ও তৎপর। ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবীর মাস্টার্স পর্যায়ের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্র-শিক্ষকদের গবেষণায় অগ্রণী ভূমিকা পালনের জন্য উৎসাহিত করেন। প্রফেসর ড. শামসুল আরেফিন ক্যাম্পাসের সৌন্দর্যের দিক থেকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে আইআইইউসিকে প্রথম হিসেবে অভিহিত করেন এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের সুযোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অভ্যাগত অতিথিবৃন্দ এবং সমবেত ছাত্রছাত্রীদের মধ্যে ওরিয়েন্টেশন কিট এবং উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।