চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া ট্রাকের চাপায় ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে সাতকানিয়া-বান্দরবান সড়কের বাজালিয়া বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঋষিকেশ মল্লিক আদিত্য বাজালিয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকার রকেট মল্লিকের ছেলে এবং স্থানীয় প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় ঋষিকেশকে ধাক্কা দেয় বেপরোয়া ওই ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বুড়ির দোকানের সামনে একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি শনাক্ত করা হয়। এখনো পুলিশের টিম নিহতের বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাসস