আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

২৮ এপ্রিলই খুলছে স্কুল


অনলাইন ডেস্কঃ দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আগামী রবিবার (২৮ এপ্রিল) শেষ হচ্ছে এবং এ ছুটি আর বাড়ানো হচ্ছে না। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শহেদুল খবির চৌধুরী বলেন, রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম পরিচালনার সব রকম প্রস্তুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ২৭ এপ্রিল পর্যন্ত

শিক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিপাঠদান শুরুর হলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে’র পর থেকে প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এর আগে গত ১৯ এপ্রিল ‘হিট অ্যালার্ট’ জারির পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবারও সারা দেশে তাপপ্রবাহের কারণে ৭২ ঘণ্টা সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ শেষ হবে রবিবার (২৮ এপ্রিল) সকালে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, সারা দেশে সমান তাপমাত্রা থাকে না। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর