চন্দনাইশ প্রতিনিধি
উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছিলছিলায়ে আলীয়া কাদেরিয়া চিশতিয়া আবুল উলাইয়া জাহাঁগীরিয়া সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব চতুর্থ হযরত শাহ্ জাহাঁগীর নূরুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া (কু) এর চেহলাম শরীফ কাল ৭ অক্টোবর (সোমবার) যথাযোগ্য মর্যাদায় দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হবে।
রবিবার (৬ অক্টোবর) সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ উপলক্ষ্যে কাল ৭ অক্টোবর (সোমবার) সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ মাঠে পবিত্র খতমে কোরানখানি, বুখারী শরিফ, মিলাদ-কেয়াম ও দোয়া মাহফিল এবং স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশে-বিদেশে অবস্থিত আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ভক্ত-মুরিদগণ উপস্থিত থাকবেন।
চেহলাম শরীফে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন মরহুম পীর সাহেবের বড় সাহেবজাদা দরবারে বর্তমান গদিনসীন ৫ম শাহ্ জাহাঁগীর জয়নুল আবেদীন হযরত সৈয়দ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান শাহ্ (কু)।
চেহলাম শরীফে সবাইকে উপস্থিত থেকে মরহুম পীর সাহেব কেবলার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছেন দরবারে শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জর্জিছুর রহমান বায়েজিদ শাহ্ (ম.জি.আ) ও শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ছিবগাতুর রহমান মারুফ শাহ্ (ম.জি.আ)।
উল্লেখ্য, সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহ্ প্রকাশ নূর মিয়া ছাহেব হুজুর কেবলা ৭৭ বছর বয়সে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।