সাতকানিয়া প্রতিনিধি
বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধু— নুরুল আবছার চৌধুরী
বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আজকের দিনে আত্ম—মর্যাদা লাভ করে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ তাঁরই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শুক্রবার (১৬ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ নুরুল আবছার চৌধুরী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে কলেজ শিক্ষক ও কবি রুহুল কাদেরের সঞ্চালনায় বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মমদ কামাল উদ্দীন, ছাত্রনেতা মোসাদ্দেকুর রহমান।
কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ছমি উদ্দীন, মোহাম্মদ জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন, মুহাম্মদ রুহুল আমিন, আরিফুর রহমান, সুমন দেব এবং ছাত্রীদের মধ্যে নায়লা বিনতে আলম, রামিসা ফারিহা প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, গান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Leave a Reply