মোঃ শহীদুল ইসলামঃ ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ. মোতালেব সিআইপি, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শিবলী নোমান, সহকারী কমিশনার(ভূমি) মং চিংনু মারমা, নেত্রী শাহিদা আকতার জাহান, উপজেলা কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিকবৃন্দ, পুলিশবাহিনী, ফায়ার সার্ভিস,আনসার বাহিনী, গ্রামপুলিশ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের সাতকানিয়াবাসী অংশগ্রহণ করেন। আগামী ১৪ সসেপ্টেম্বর সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলার সকল ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে।