অনলাইন ডেস্কঃ মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা মডেল জামে মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পারন করা হয়।
এদিন বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুস্ঠিত হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন তেলাওয়াত করেছেন মাওলানা সানাউল্লাহ। পবিত্র নাত এ রাসূল (দ.) পরিবেশন করেছেন মাওলানা নুরুল করিম।
আরও পড়ুন সাতকানিয়াসহ আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইসলামিক ফাউন্ডেশনের সাতকানিয়ার ফিল্ড সুপারভাইজার নুরুল হক সিকদারের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মজিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার (সাতকানিয়া) সেলিম উদ্দিন।