আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Exif_JPEG_420

সাতকানিয়া স্কাউট কাউন্সিলের ত্রৈবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


বাংলাদেশ স্কাউটস সাতকানিয়া উপজেলা শাখার ত্রৈবাষিক কাউন্সিল ২০২৪ এর নির্বাচন ১৩ই মে সকাল দশ ঘটিকায় সাতকানিয়া মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হতে হয় । সাতকানিয়ার উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২৮ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটার উপস্থিত ছিলেন এবং সকলেই ভোট দেন। যাতে কাস্টিং ভোট ছিলো ৯২.৩৭%
মোট ১৩ টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন হয়। ৩ টি পদে বিনা ভোটে নির্বাচিত হয়। ১০ টি পদে নির্বাচন হয়। সহ-সভাপতি ৫ জন, কমিশনার ১ জন, সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ১জন, কোষাধাক্ষ ১জন ও ৪ জন গ্রুপ সভাপতি নির্বাচিত হয়। সরেজমিনে দেখা যায়, সহ-সভাপতি পদে বেশি ভোটে নির্বাচিত হয়েছেন , আবু হানিফ-২৪১ ভোটে, নাজমিন আক্তার-২২৮, এনামুল হক-২১৯ ভোটে, উত্তম কুমার চক্রবর্তী-২১২ ভোটে,মনিরুল আলম-২১২ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইদ্রিস-১১৬ ও হাসনাত বেগম-৮৮ ভোট পান । কমিশনার পদে ২১১ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী-২১১ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ চৌধুরী পান ৯২ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২২৭ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম পান ৫৯ ভোট । কোষাধাক্ষ পদে ২২৮ ভোটে নির্বাচিত হয়েছেন আবু মহসিন মোঃ মনিরুল হাসান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মালেক পান ৫৯ ভোট। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম-২৪১ ভোট, রঞ্জন কুমার ধর-২৪১ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলম আরা বেগম পান ৯৪ ভোট।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর